নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
স্বাধীনতা দিবসে চিলাহাটি-রাজশাহী রুটে চলাচলকারী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি বদলে যাচ্ছে।
পুরোনো লক্কড়-ঝক্কড় কোচ বদলে ওই ট্রেনে সংযোজন হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত মানের ইটি ইনকা সাদা কোচ।
অবশ্য ওই কোচগুলোও পুরোনো। যা দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
রেলওয়ে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ রেলওয়ের ট্র্যাফিক বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, চিলাহাটি-রাজশাহী রুটে চলাচলকারী ৭৩১/৭৩২ নম্বর ট্রেনটি বেশ জনপ্রিয়।
বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী পরিবহন করে থাকে। ট্রেনটি প্রতিদিন ভোরে সীমান্ত জনপদ চিলাহাটি থেকে ছেড়ে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, শান্তাহার, নাটোর, আব্দুলপুর হয়ে রাজশাহী পৌঁছায়।
একই ভাবে বিকেলে ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাতায়াত করে। ট্রেনটিতে পুরোনো কোচ ব্যবহার হচ্ছিল। যাত্রীদের প্রবল দাবির মুখে ওই ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আনা পিটি ইনকা সাদা কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও ওই কোচগুলোও পুরোনো। তবে সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় এসব কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচসহ ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেনটি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান জানান, পিটি ইনকা সাদা কোচগুলো অনেক উন্নত ও আধুনিক। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যুক্ত হওয়ার আগে এগুলো কারখানায় ভারী মেরামত করেছেন শ্রমিক-কর্মচারীরা। যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে অনায়াসে।
এ ব্যাপারে সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবসে আধুনিক কোচ পাচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। ফলে যাত্রীরা বেজায় খুশি। আমরা ট্রেনটির আগাম টিকিটি বিক্রি শুরু করেছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss