কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ইসলাম
খুলনায় কয়রায় সুন্দরবনের অবৈধভাবে মাছ ধরায় অপরাধে (২) দুই জেলেকে আটক করছে বন বিভাগ, বনবিভাগের গোপন সূত্রে জানা যায় গত ২৪ মার্চ রাত অনুমানিক ১১ঘটিকার সময় সুন্দরবনে খুলনা রেঞ্জ এর কাশিয়াবাদ স্টেশনে এর আওতায়ধীন বজবজা টাইল ফাঁড়ির মুড়ালি খালে অবৈধভাবে মাছ ধরার অপরাধে সরঞ্জাম সহ দুই জেলে কে আটক করছে, আটককৃত হলেন কয়রা উপজেলার বতলবাজার এলাকার মোঃ লেকবত আলীর ছেলে মোঃ আবু রায়হান (২৪)ও মজিবর রহমান এর ছেলে মোঃ হাসান (৩০) ঘটনাস্থল থেকে ১টি ডিঙ্গি নৌকা ২টি বৈঠা দোনদাড়ি ২০০মিটার খেওলা জাল ১টি ২টি পানির ড্রাম জব্দ করা হয়েছে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল জানান আটকূত ব্যক্তিদের কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss