
জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি।
চট্টগ্রাম থেকে রায়েন্দা- শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ইভান পরিবহনের একটি গাড়ি বাগেরহাটের বারাকপুর এর চৌখালী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ঘটনাস্থলে 20 জন আহত হয়েছে বলে জানা যায়। তবে কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি এবং রায়েন্দা শরণখোলার কোন যাত্রী আছে কিনা তা জানা যায়নি। ওই গাড়িতে যারা যাত্রী হয়ে এসেছেন এবং জারা আহত হয়েছে তাদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাগেরহাটের সময় টেলিভিশনের এক প্রতিনিধি আলী আকবর টুটুল জানায়, ওই গাড়ির মুল ড্রাইভার গাড়ি থেকে নেমে গেলে হেলপার গাড়ি চালাচ্ছিলেন এজন্য গাড়ি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তিনি বেশ কয়েকটি অটো ভ্যান মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে হেলপার নিজেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়।