নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
মশার উৎপাতে অতিষ্ঠ। কত চেষ্টাই না করেছেন মশা দূর করার কিন্তু তাতেও মুক্তি মেলেনি।আপনি চাইলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মশার উৎপাত। চলুন জানা যাক মশা তাড়ানোর সহজ উপায়...
- একটি পাত্রে বা ফয়েল পেপারে অল্প পরিমাণ কফি বিছিয়ে এর ওপর জ্বলন্ত কয়লার ছোট টুকরা রেখে দিতে হবে। এই ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে মশা তো দূর হবে সঙ্গে সঙ্গে দূর হবে সব ধরনের পোকামাকড়ও।
- মশার দৃষ্টিশক্তি রয়েছে। এরা বিশেষ কিছু রঙের প্রতি আকৃষ্ট হয়। মশা সাধারণত কালো, লাল এবং নীল রঙ খুব বেশি পছন্দ করে। তাই এর উপদ্রব থেকে বাঁচতে ঘরের মধ্যে তিনটি রঙের পোশাক, আসবাবপত্র, গৃহস্থালী পণ্য পরিহার।
- মশা তাড়াতে প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহার করতে পারেন কর্পূর। প্রায় সব ওষুধের দোকানে পাওয়া যায় কর্পূর ট্যাবলেট। এর যথোপযুক্ত ব্যবহারে মশা দূর হবে নিমিষেই।
প্রথমে একটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে কর্পূর ট্যাবলেটটি ভিজিয়ে রাখতে হবে। তারপর সেটি ঘরের এক কোণে রেখে দিতে হবে। দেখবেন সঙ্গে সঙ্গে মশা দূর হয়ে গেছে। কারণ, কর্পূরের গন্ধ মশা একেবারে সহ্য করতে পারে না।
- রসুনের গন্ধ মশা সহ্য করতে পারেনা। তাই একটি পাত্রে পানি নিয়ে মধ্যে রসুনের কয়েকটা কোয়া ছেড়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর সেই পানি সারা ঘরে ছিটিয়ে দিতে হবে। তাতেই মশা থাকবে দূরে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss