আব্দুল আলী
নাসিরনগর উপজেলা প্রতিনিধি
গত ২১/০৩/২৪ তারিখে নির্বাচনী এলাকায় অবস্থান করেন।মাননীয় সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকায় চাতলপাড় ও ভালাকুট ইউনিয়নে চলমান ৯ টি ব্রীজের বর্তমানে চলমান প্রকল্পের গুনগতমান পরিদর্শন ও চাতলপাড় ইউনিয়নের নদী ভাঙ্গনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং মহিষবেড় টু কুন্ডার সড়কের পরিদর্শন করার জন্য মাননীয় সংসদ সদস্য ৬সদস্য বিশিষ্ট একটি স্পেশাল টিম গঠন করে দেন। উক্ত স্পেশাল টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত উপদেষ্টা (উন্নয়ন) সাবেক যুগ্ন সচিব জনাব গিয়াস উদ্দিন সাহেব।ব্যক্তিগত উপদেষ্টা সাবেক উপজেলা ইন্জিনিয়ার জনাব শাহ আলম এবং কুন্ডা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব এডঃ নাসির উদ্দিন ভূইয়া ও চাতলপাড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম। সমন্বকারী অফিসার জনাব মোঃ সুহেল আহম্মেদ,মোঃ জিয়াউল করিম সুহেল সহ মোট ছয় জন। আজকে স্পেশাল টিমের সকল সদস্যগন চাতলপাড় ও ভালাকুট ইউনিয়নের নাইন ব্রীজ প্রকল্প পরিদর্শন করেছেন, এবং চাতলপাড় ইউনিয়নের নদী ভাঙ্গনের বাস্তবতা পরিদর্শন করেছেন মহিষবেড় টু কুন্ডার সড়কের চলমান কাজের পরিদর্শন করেন।আজকের এই কর্মকান্ডে এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছেন এবং এলাবাসির দারনা করেন যে নাসিরনগর উপজেলার নতুন সংসদ সদস্য বাংলাদেশের বিশিষ্ট অন্যতম শিল্পপতি তাই এখন থেকে শতভাগ গুনগতমানের সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss