
মাহাবুল ইসলাম দৈনিক প্রথমবার্তা

শুভ জন্মদিন স্নেহের ছোট ভাই মোঃ জাহিদ হাসান জয়
২৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন ফুলপুর উপজেলা পিতা মোঃ আবুল হাসেম মন্ডল মাতা মোছাঃ জাহিদা খাতুন । তিন ভাই বোন মাঝের তিনি বড় ।
সুন্দর হোক তোমার আগামীর দিনে পথচলার!
জীবনের প্রতিটা ধাপে তোমার সফলতা আসুক
উজ্জ্বল আলোয় ফুটে উঠুক তোমার জীবন।
সুন্দর ও মধুময় হোক তোমার আগামী দিনের লালিত স্বপ্ন.. অদূর ভবিষ্যতের ইচ্ছা গুলো পূরণ হোক.
তোমার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়ে হয় না? জন্মদিনের স্টাটাস দিয়ে হয় না, ভালোবাসাটা অন্তরেই থাকে !! কিছু কিছু মানুষ হৃদয়ে জায়গা করে নেয়। তুমি তার মধ্যে অন্যতম।
আমার দেখা ভালো মানুষ গুলার মধ্যে তুমি একজন
তোমাকে নিয়ে লিখলে দিন রাত পার হয়ে জাবে কিন্তু লেখা শেষ করা যাবে না।
আমরা অনেক ভাগ্যবান তোমার মতো একটি ছোট ভাই পরেছি আমি নিজেকে ধন্য মনে করি সুখে দুঃখে সব সময় পাশে থাকো কখনো আমাদের বাঁধন ছিন্ন করেনি আর ইনশাআল্লাহ হবেও না তোমার প্রতি ভালোবাসাটা কখনো প্রকাশ করার যায় না
আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে অনন্ত কাল ধরে। ইনশাআল্লাহ ।
তোমার জন্মদিনের শুভেচ্ছা ফুলপুর উপজেলা পক্ষ থেকে
দোয়া করি আল্লাহ তোমার মনের আশাটা পুরোন করে দেন যেন ।
চাঁদের আলোয় উদ্ভাসিত হোক জীবন
শুভ কামনা রইল তোমার জন্য সবসময় ,
তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
দোয়া করি যাতে সুন্দর হোক তোমার আগামীর দিন গুলো পথচলার। সৌজন্য মাহাবুল ইসলাম (পরাগ) রিপোর্টা দৈনিক প্রথমবার্তা।