মোঃ আব্দুল আলী,
নাসিরনগর উপজেলা প্রতিনিধি।
নাসিরনগরের শিশু কিশোর ছিনতায়ের রহস্য উৎঘাঠন।
বেশ কিছু দিন যাবত নাসিরনগর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিনতায় হচ্ছে এবং ছিনতাই করে /জিম্মি করে অসাধু চক্র অর্থ আদায় করার চেষ্টা করেন। এই বিষয় নিয়ে সচেতন সমাজ থেকে সকল মহলের অভিভাকগন আতঙ্কে আছেন।গত কিছুদিন আগে নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের একটি শিশু কিশোর কে চকলেটের প্রলোভন দেখিয়ে বোরকা পড়া এক মহিলা নিয়ে যাওয়ার পথে কিছু স্থানীয় লোকজন সন্দেহ বশত আটকিয়ে ঐ বোরকা পড়া মহিলাকে শনাক্ত করেন যে এই মহিলা অসাধু চক্রের সদস্য এবং ঐ বোরকা পড়া মহিলার নিকট হইতে স্থানিয় লোকজন অচেতন মূলক ক্যামিলেল উদ্ধার করেন, তারপরে ঐ মহিলাকে থানা পুলিশের নিকট প্রেরন করেন।বাকি সকল বিস্তারিত অসাধু চক্রের তথ্য রিমান্ডের মাধ্যমে উদ্ধার করা হবে।এই আতঙ্কিত বিষয় এর উপর সকল শ্রেনীর অভিভাবক সচেতন থাকতে হবে এবং বোরকাপড়া কিংবা অপরিচিত কাউকে সন্দেহ হইলে তাকে সার্চ করা,প্রয়োজনে আইনের সাহায্য নেওয়া।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss