মোঃ মামুনুর রশিদ, সদর উপজেলা প্রতিনিধি,
কুড়িগ্রাম জেলা।
কুড়িগ্রামে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারি হলেন-ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) ও ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২)।
বৃহস্পতিবার পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম (২১ মার্চ) ভোরে ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) এর বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপরদিকে ফুলবাড়ী থানার আরো একটি চৌকস টিম গত ২০ মার্চ ২০২৪ দুপুরে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে গজেরকুড়ি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২) 'কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss