জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে প্রায় ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।
বুধবার সকালে সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি ইলিশ মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে সুমন মাছ ধরছিলেন। এসময় তার জালে ইলিশ ধরা পড়ে। তিনি আরও বলেন, ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। একারণে পানির সঙ্গে ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে বলে তিনি ধারনা করছেন।
শরণখোলা মেরিন ফিসারিজ অফিসার রবিউল ইসলাম জানান, নদীর কাছাকাছি পুকুরটি। মনেহয় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশের পোনা ঢুকে পড়েছিল। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে বড় হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss