নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় অনিল চন্দ্র রায় (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে মামলাটি করেছেন তারই পুত্রবধূ।
মামলায় বলা হয়েছে- নিজের ছেলে বাড়িতে না থাকার সুযোগে মামলার বাদীর ওপর নিপীড়ন চালিয়েছে অভিযুক্ত।
অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের বাসিন্দা। সোমবার (১৮ মার্চ) রাতে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। বিয়ের আগে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। রনি চন্দ্র পেশায় স্যানেটারী মিস্ত্রী। ঘটনার দিন ৭ মার্চ তিনি বাড়িতে ছিলেন না। ওই সুযোগে রাতে অনিল চন্দ্র রায় কৌশলে তার ছেলের ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে তার ছেলের বৌ একাই ছিল। সেখানে তার ওপর নিপীড়ন চালায় অভিযুক্ত।
ডোমার থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাঈদ চৌধুরী জানান, মামলার পর রাতে অভিযান চালিয়ে অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়, আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss