মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলা তদন্তে গিয়ে পুলিশ আরও ৯টি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা–পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।
গ্রেপ্তাররা হলো— আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা কিশোরগঞ্জের সদর উপজেলার ফিসারী রোড় এলাকার সিরু মিয়ার ছেলে শিপন হোসেন (৩০), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দুরন্ত খান (৩০), ময়মনসিংহের নান্দাইলের বৈতাগৈর গ্রামের চন্দন সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৯), নেত্রকোণার পশ্চিম বিলাশপুর গ্রামের মো. মুন্নাফের ছেলে রিপন মিয়া (২১) ও নেত্রকোনা জেলার নান্দাইল উপজেলার সাগর (২১)।
সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ‘গত ১০ মার্চ রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এসএম পলাশের মালিকানাধীন একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে শ্রীপুর থানা–পুলিশ। তদন্তে নেমেই পুলিশ মোটরসাইকেল চোর চক্রের বড় এক সিন্ডিকেটের সন্ধান পায়। এরপর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মাওনা এলাকা থেকে শিপন হোসেনকে গ্রেপ্তার করে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালানো হয়। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৯টি মোটরসাইকেল উদ্ধার করে রিপন মিয়া ও সাগরকে গ্রেপ্তার করা হয়।’
আজমীর হোসেন আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এরা সংঘবদ্ধ চোরচক্র। শিপন মিয়ার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। শিপন বলেছে ৫–৬ বছর ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ত।’
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, ‘গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে তোলা হবে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss