উপজেলা প্রতিনিধি (রায়পুর লক্ষ্মীপুর)
রায়পুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির হলরুমে শনিবার ১৬/০৩/২০২৪ তারিখ রাতে ৯ টায় প্রেসক্লাব কমিটি গঠনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে প্রেসক্লাব গঠন করার সিদ্ধান্ত নেয়।
পীরজাদা মাসুদ হোসেনের নেতৃত্বে এবং তাবারক হোসেন আজাদ, মাহবুব আলম মিন্টুর পরিচালনায় প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্ব সম্মতিক্রমে সাংবাদিক পীরজাদা মাসুদ হোসাইনকে আহবায়ক, সদস্য সচিব তাবারক হোসেন আজাদ। যুগ্ন আহবায়ক গণ মুকুল পাটোয়ারী, জহিরুল ইসলাম টিটু,আব্দুর রহমান তুহিন,শিপন পাটোয়ারী ,নুর উদ্দিন ভাট শিপলু, ফারুক হোসেন ।
সদস্য মাহবুব আলম মিন্টু , শফিউল আজম চৌধুরী জুয়েল, জাকির হোসেন নোমান, আব্দুল লতিফ, ডি এস দুলাল, মাজেদ হোসেন, কাউসার আলম, সুদেব কুরী, মোঃ ইউসুফ আলী, আহসান হাবীব , শাহাদাত হোসেন শিমুল, শরীফ হোসেন, মাহমুদুন্নবী সুমন, আলী আজগর রবিন, শাহ পরান আরিফ, রিয়াজ উদ্দিন, জাকির হোসেন দিদার, আরিফ হোসেন রুদ্র, দেলোয়ার হোসেন পাটোয়ারী , মামুন ভূঁইয়া, আক্তার হোসেন খান , শরীফ হোসেন রিংকন, মাহাবুবুল হক রাজু, ইজাজ হোসেন রুমান, এম আর হায়দার অপু , সাহিদা আক্তার সাথী, তাসলিমা আক্তার ।
সভায় আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে তফসিল ঘোষণাসহ একটি সুষ্ঠ নির্বাচন শেষ করবেন এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরের দিন সন্ধ্যায় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করা হয়, এবং ফুল বিনিময় করা হয়। সে সময় নুরুদ্দিন চৌধুরী নয়ন বলেন যেভাবে একটি সংগঠন সুন্দর করে ফুটে তোলানো যায় সেভাবে সাংবাদিকগণকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss