
মোঃঅহিদুজ্জামান লস্কর অপু
জেলা প্রতিনিধি
আজ ১৮ মার্চ সোমবার সকাল এগারো ঘটিকায় কালীকচ্ছ পাঠশালায় ছাত্রীদের নিয়ে কৈশরকালীন সেবা আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভার মূল আলোচক ছিলেন সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল কৈশরকালীন স্বাস্থ্য সেবার নিয়ে আলোচনায় বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন।বাল্য বিবাহকে না বলি।আলোচনায় অংশ গ্রহণকারী ছাত্রীদের প্রজেক্টোরের মাধ্যমে সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরাইল হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডাঃতানজিদ তামান্না দিনা,পরিবার পরিকল্পনা কালীকচ্ছের পরিদর্শক মীনাক্ষী রানী দেব ও পরিবার পরিকল্পনা কালীকচ্ছ ৩/ক সহকারী পরিদর্শক শিরনী সুলতানা প্রমূখ।