নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
পূর্ণবয়স্ক পোকা লেপিডপটেরা বর্গের এক প্রকার প্রজাপতি। বয়স্ক পোকা সন্ধ্যার পরে বেশি সক্রিয় থাকে। দিনের বেলা পাতার আড়ালে লুকিয়ে থাকে। রাতে আলো জ্বালালে আলোর প্রতি আকৃষ্ট হয়। প্রতিটি স্ত্রী পোকা পাতায় গাদা করে ডিম দিয়ে থাকে। প্রতি গাদায় প্রায় ৩০০টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম ফুটে শুককীট বা কীড়া বের হয়ে ধানের পাতার নিচের দিকে কচি কান্ড ছিদ্র করে ভিতরে ঢুকে নরম অংশ খায়। এতে জমিতে উপরের ছবির মত মরা ডিগ এবং সাদা শীষ লক্ষণ প্রকাশ পায় এবং আক্রান্ত অংশ চিড়লে কীড়া দেখতে পাওয়া যায়। এখন চিন্তা করেন প্রতি গোছায় যদি একটি স্ত্রী পোকা অন্তত ২ টি ডিমের গাদা ছাড়ে তবে একসাথেই ডিম ফুটে ৬০০ কীড়া বের হবে। একটি গোছা নষ্ট করতে ২-১টি কীড়াই যথেষ্ট। এরকম বেশি লাগবে না ১০ টা পোকা যদি ডিম ছাড়ে তবে কয়টি কীড়া বের হয়ে আপনার জমিতে ছড়িয়ে পড়বে হিসাব আপনার হাতেই দিলাম। এখন আপনি নিজে সিদ্ধান্ত নিন জমিতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিবেন কিনা বয়স্ক উড়ন্ত স্ত্রী পোকা ধরে খাওয়ার জন্য। একটি ফিঙ্গে পাখি ডালে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টি উড়ন্ত স্ত্রী পোকা ধরতে পারবে হিসাব আপনার হাতেই দিলাম। এরকম দৈনিক ২-৩টা পাখি আপনার জমিতে বসতে পারলে আমি মনে করি আপনি সৌভাগ্যবান। জমিতে ডালপালা পুঁতে এভাবে পার্চিং করলে এতে পাখি বসে সেই জমির বয়স্ক পোকা+পাশের জমি থেকে উড়ে আসা বয়স্ক পোকা ধরে খেয়ে নিবে। জমিতে ডাল-পালা পুঁতে পাখি বসার ব্যবস্থা না করে দিলে যতই কীটনাশক দেন পাশের জমি থেকে বয়স্ক পোকা এসে নতুন করে ডিম ছাড়বে। আবার নতুন করে আক্রমণ হলে তখন আপনারাই বলবেন ওষুধে কাজে দেয় না। সুতরাং জমিতে ডালপালা পুঁতে দেওয়ার মত বেস্ট অপশন আর কিছুই নেই। যদি আক্রমণের মাত্রা ইটিএল পার করে ফেলে তখন কীটনাশক হিসেবে ইনসিপিয়ো/বেল্ট_এক্সপার্ট/ব্রাভো/বাতির/কার্টাপ্রিড /এইম গোল্ড/ওয়ান স্টপ/সানটাপ প্লাস/সাহির/মারশাল এদের যে কোন একটি কীটনাশক প্যাকের লেবেল পড়ে পরিমান মত পানিতে মিশিয়ে এবং মুখে মাস্ক লাগিয়ে বিকাল বেলা বাতাসের অনুকূলে স্প্রে করবেন। মাজরাসহ পাতা মোড়ানো পোকা দমন হবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss