আরিফ হোসেন রুদ্র ( রায়পুর, লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা শুরু হয়েছে পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে রায়পুর উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। তবে এবারও উপজেলার চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশীদ কে দেখতে চায় উপজেলাবাসী।
জানা যায়, ২০১৯ সালে উপজেলার দায়িত্ব গ্রহণ করেন আলহাজ্ব মামুনুর রশিদ । তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন। উপজেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতিমুক্ত করা সহ সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।
উপজেলার বাসিন্দা ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুন বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সোহাগ সহ বেশ কয়েকজন বলেন, এর আগে অনেকে ছিলেন উপজেলা চেয়ারম্যান তবে অধ্যক্ষ মামুন স্যারের মত কাউকে দেখি নাই। তিনি মানুষের সাথে মিশে থাকেন। তিনি সাদা মনের মানুষ তাই সদর উপজেলাবাসী আবারও তাকেই চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চায়।
আসন্ন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মামুনুর রশিদ বলেন আমি দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। সবকিছু ঠিক থাকলে আর ভোটাররা চাইলে জনসাধারণের ভালোবাসায় আমি এবারও জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।
তাছাড়া, এই উপজেলায় আরো ২ জন প্রার্থী গনসংযোগ করে আলোচনায় রয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তরুণ আইনজীবী মারুফ বিন জাকারিয়া।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss