মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার একটি রাস্তার পাশে লমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউরিয়নে বিএনপি'র কোন সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পায়, পরে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে এসে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পায়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় না।
এদিকে সকালের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খাবর দেয়। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে তাকে অনেকে চিনতে পারেন এটি স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌসের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন কে বা কাহারা তাকে শহর থেকে ডেকে নিয়ে এসে নিজপাড়া গ্রামে নির্জন এলাকায় হত্যা করে সড়কের পাশে ফেলে রাখেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের দেয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপি'র সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। পরে সে বাড়ি ফিরে যায়নি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ ৎেকে কোন অভিযোগ দেয়নি। তারপরেও ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট।
০১৯ ৩৬৪৬৮০২৬, ১১ মার্চ'২০২৪
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss