নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে ভোট গণনা শেষে ফ লাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফ হোসেন মুন। নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’-এর পুরো প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে সাধারণ গ্রুপে আব্দুল ওয়াহেদ সরকার, মিজানুর রহমান, মনিরুল ইসলাম সুইডেন, আতিয়ার রহমান, রুকুনুজ্জামান সরকার লেমন, মফিজার রহমান, মোকছেদুল ইসলাম মোকছেদ, আরমান হাবীব, সামিউল ইসলাম শাওন, দেলোয়ার হোসেন, মাহবুবর রহমান মনি ও মোহাম্মদ আসাদুজ্জামান রাশেদ নির্বাচিত হয়েছেন। সহযোগী গ্রুপে নওশাদ আলম, আখতার সিদ্দিকী পাপ্পু, নাঈম ইসলাম জীবন, রিপন কুন্ডু ও মানু হোসেন নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss