লালপুর উপজেলা স্টাফ রিপোর্টার দৈনিক প্রথম বার্তা মাসুদ রানা উপনির্বাচনে লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান ও বিলমাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রফিকুল মালিথা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত শান্তি পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিলমারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (মোহরকয়া) ইউপি সদস্য পদে বিলমারিয়া উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
প্রতিদ্বন্দ্বীপ্রার্থী ছিলেন ৪ জন, মোট ভোটার সংখ্যা=১৯০১ জন।
ভোট প্রদান করেছে ১৩৫৭ জন। এর মধ্যে সেন্টু মোল্লা ৪৮২(ফ্যান প্রতীক), রফিকুল ইসলাম মালিথা ৫১৮ (টিউবওয়েল প্রতীক), মর্জিনা খাতুন ৩৪ (মোরগ প্রতীক), তহিদুল ইসলাম ৩০০ (ফুটবল প্রতীক) ভোট পেয়েছেন।
ঈশ্বরদী ইউনিয়নের ২নং (তিলকপুর) ওয়ার্ডের ৪ জন প্রতিদ্বন্দ্বীপ্রার্থী ছিলেন। মোঃ মিলন হোসেন
(তালা প্রতীক)- ৫২৯, মোঃ মাহবুবুর রহমান
(ভ্যান গাড়ী প্রতীক)- ৮১২, আবুল কালাম আজাদ
(মোরগ প্রতীক)- ১২৪ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss