মোঃ হানিফ মিয়া
লালমনিরহাট প্রতিনিধি।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ই মার্চের ভাষনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর ৭ই মার্চের ভাষণের আবেগে পিছনে ফিরে না তাকিয়ে আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছি। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি গিরিজা শংকর মডেল স্কুল ও কলেজ মাঠে 'মায়ের তরী' এর আয়োজনে দুই দিনব্যাপি লোক সংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এই মাস এলেই মনে হয় হৃদয়ে কম্পন এসে বঙ্গবন্ধুর মাস চলে এসেছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের কারণে নিরস্ত্র বাঙালী স্বসস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমি যার ডাকে এখানে এসেছি সেই মা একজন নওরেজিয়ান ওয়েরা সেথের, তার আহবানে আমি এখানে ছুটে এসেছি। যিনি বাংলা শিখেছেন, বাঙালি হয়ে উঠেছেন, শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিম বঙ্গের বাংলা ভাষী বাঙালির সংস্কৃতির শিকড় সন্ধানে কাজ করে চলেছেন।
লোক সংগীত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অনেক সমৃদ্ধ আমাদের লোকসংস্কৃতি। লালন শাহ অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন। লালন গীতি, লোক সংগীত ও বাউল সংগীত চর্চা ও গবেষণা নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি লালমনিরহাটের আদিতমারীর লোক সংগীত গবেষণা ও চর্চা প্রতিষ্ঠান মায়ের তরীর দুদিনের এ লোক সংগীত উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন।
এরআগে দুইদিন ব্যাপী লোকসংগীত উৎসবের উদ্বোধন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এসময় অর্ধনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss