
মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লা, ০৭ মার্চ ২০২৪ ইং জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দমুখর অনুষ্ঠানে হিন্দুট্রাস্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুরাদনগর উপজেলার দু’জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী পদক প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো:
(১) দুর্জয় চন্দ্র পাল বাখরনগর গ্রামের টুটন চন্দ্র পালের পুত্র, বাখরনগর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের প্রাক-প্রাথমিক শিক্ষার্থী।
(২) দিয়ান মহাজন গুঞ্জর গ্রামের বিমল মহাজনের পুত্র, গুঞ্জর গ্রামের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের গীতা শিক্ষার্থী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত (এমপি),
কুমিল্লা জেলা প্রশাসক সহ আরো উপস্থিতদের মধ্যে ছিলেন,
কুমিল্লা হিন্দুট্রাস্টের পরিচালক জনাব লিটন কুমার সরকার।
ফিল্ড অফিসার জনাব সাইফুল ইসলাম।
জনাব রোপম কুমার সরকার।
শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন,
বাখরনগর শ্রী শ্রী কালীমন্দিরের শিক্ষিকা মুক্তা রানী চক্রবর্ত্তী।
গুঞ্জর গ্রামের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের গীতা শিক্ষিকা জুমুর রানী দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের অধ্যবসায় ও মেধার প্রশংসা করেন।
এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে হিন্দুট্রাস্ট মন্ত্রণালয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোবল উন্নত করতে তাদের অবদান অব্বাহত রাখবে।