এম. শাহাবুদ্দিন ( দুর্গাপুর ) রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ ২০২৪ উদযাপন করা হয়েছে।
৭ই মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পরিষদ, (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ মাননীয় প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আব্দুল ওয়াদুদ দারা এমপির পক্ষে , দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বেলা ১০:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা , দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ভাই , দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শরিফ, ইউনিয়ন চেয়ারম্যান, আজাহার আলী খান, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss