মাহাবুল ইসলাম গাজীপুর
পরিচালনা করিয়া ডাকাতি প্রস্ততিকালে ০৩ জন ডাকাত, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০১ জন ও জিআর সাজা ওয়ারেন্টভূক্ত ০১ জন, সর্বমোট ০৫ জন আসামী গ্রেফতার।
গাজীপুর পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পার্টি এসআই (নিঃ) হুমায়ুন কবির, এসআই (নিঃ) উত্তম কুমার সূত্রধর, এসআই (নিঃ) নাছির, এএসআই (নিঃ) হাজিফুর রহমান, এএসআই (নিঃ) সামাদ শেখ, কং/ আদনান নূর রহমান গন থানা এলাকায় বিশেষ অভিযান, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হইয়া পূবাইল থানাধীন মাজুখান সাকিনস্থ ১৪ তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর হইতে রাত ০৩.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আসামী ১। মেহেদী হাসান জনি (৩৩), পিতা- ইউনুছ আলী মাসুদ, মাতা- রোকেয়া বেগম, সাং- মারুকা, থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোঃ আলমাছ খান (২৪), পিতা- রেজিবর খান, মাতা- আলেয়া খাতুন, সাং- মাজুখান (পশ্চিমপাড়া), থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। মোঃ লাভলু মিয়া (৩০), পিতা- মৃত তোফাজ্জল মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- মাজুখান (পশ্চিমপাড়া), থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ দের ধৃত করিয়া আসামীদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন। থানা এলাকায় কলের বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোবারক ভূইয়া (৫৩), পিতা-মৃত জয়নাল আবেদীন ভূইয়া, মাতা-জমিলা বেগম সাং- দাখিনখান, থানা- সদর থানা, গাজীপুর কে গ্রেফতার করা হয়। এছাড়াও পূবাইল থানায় মূলতবী থাকা ০৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১। সুমন (৩২), পিতা- মৃত আঃ মান্নান, সাং- হায়দরাবাদ পূবের টেক, থানা- পূবাইল, গাজীপুরকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকা হইতে গ্রেফতার করা হয়। সর্বমোট ডাকাতি প্রস্তুতি মামলার ০৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার ০১ জন ও ওয়ারেন্টভু্ক্ত জিআর সাজাপ্রাপ্ত আসামী ০১ জন সহ মোট ০৫ জন আসামী গ্রেফতার, ০৩টি সুইচ গিয়ার চাকু, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক পূবাইল থানায় হাজির করা হয়ে আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।