শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় যারা বলেন তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে —স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩০ Time View

মোঃ মামুনুর রশিদ,
কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:

সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের গঠনতন্ত্র একটা রয়েছে এই ধারাকে অক্ষুন্ন রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন, জনগণকে আরও কিভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কি বললো আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো আমাদের জনগণকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা আরও কিভাবে সুন্দর করবো এগুলো আমাদের বিষয়।
এছাড়াও তিনি আরও জেলা লেভেলে মানীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকা প্রতিক থাকবে না। যে পারে সে নির্বাচন করবে স্থানীয় সরকারে। তাই আমরা মনে করি আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন।
পরে তিনি সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম—২ আসনের এমপি ডা: হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম—২ আসনের এমপি সৌমন্দ্রে প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম—৪আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন প্রমুখ।
সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102