বিশেষ প্রতিনিধি:
বার বার আশ্বাস পেয়ে যাচ্ছেন তিনি কিন্তু ঘর পাচ্ছেন না, বলছি মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কাজীপাড়া এলাকায় খুপরি ঘরে বসবাস করা হাসিনা বেগম এর কথা।
মূলত হাসিনা বেগমের স্বামী (মনা কাজী'র) নামেই কিন্তু কাজীপাড়া নামকরণ করা হয়েছিল। আজ সে হাসিনা বেগম ই গৃহহীন,
আর কতটা অসহায় হলে ঘর পাবে এই নারী বলতে পারবেন কেউ, পরিবারের তার এক মেয়ে সে বিয়ে ও করে অন্যত্রে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন।
১৫ বছর ধরে এখানে সেখানে নিজেই খুপরি ঘর তৈরি করে সে ঘরে বসবাস করে আসছেন। বর্তমানে তার ননদের স্বামী মৃত সুরুজ মিয়ার রেজিষ্ট্রিকৃত যায়গায় এই খুপরি ঘর দিয়ে সে ঘরে একাই বসবাস করছেন এই নারী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি ঘর দাবী করেছেন এই নারী,
তিনি আরো বলেন মনে আজ আমার কাছে টাকা নাই বলে হয়তো একটি ঘর পাচ্ছি না।
কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা পাচ্ছেন এই সরকারী ঘর গুলো।
আজ যদি আমার একটা ছেলে সন্তান থাকতো হয়তো বা আমিও একটি ঘর পেতাম।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss