নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
হাড়ের গুঁড়া গাছের জন্য একটি প্রাকৃতিক একটি উৎকৃষ্ট
জৈব খাদ্য উপাদান। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি তাই এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ।
হাড়ের গুঁড়া ব্যবহারের গুরুত্ব।
* হাড়ের গুড়া ব্যবহারের ফলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় এবং সালোকসংশ্লেষণে সহায়তা করে।
* হাড়ের গুড়া মাটি এবং উদ্ভিদের ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে।
* স্বাস্থ্যকর কোষ গঠনের জন্য ক্যালসিয়াম অতিপ্রয়োজনীয় এবং উদ্ভিদের অন্যান্য উপাদানগুলো বজায় রাখতে ভুমিকা রাখে।
* গাছের মাটিতে হাড়ের গুড়া অতি সহজেই মিশে গিয়ে খাদ্য উপাদান তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
হাড়ের গুঁড়ার উপকারিতা।
* হাড়ের গুঁড়ো গাছের জন্য একটি উৎকৃষ্ট খাদ্য উপাদান।
* হাড়ের গুঁড়া থেকে ধীরে ধীরে খাদ্য উপাদানগুলো অবমুক্ত হয় তাই হড়ের গুঁড়া থেকে গাছ ধীরে ধীরে খাদ্য গ্রহণ করতে পারে।
* হাড়ের গুঁড়া পরিবেশ বান্ধব কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে।
* হাড়ের গুড়া ব্যবহারের ফলে গাছের কান্ড ও পাতা গাড় সবুজ হয়।
* অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের উৎস হড়ের গুড়েতে থাকে তাই অন্য যে কোন সারের চেয়ে দ্রুত কাজ করে।
* হাড়ের গুড়া ব্যবহারে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের অতি দ্রুত পরিপক্কতা আসে।
* গাছ যে সকল অত্যাবশ্যকীয় বিভিন্ন ম্যাক্রে ও মাইক্রো খাদ্য উপাদান মাটি থেকে পায় তা হাড়ের গুড়ো থেকে গাছ সহজেই পেয়ে থাকে।
* যে সকল গাছ দীর্ঘদিন টবে থাকে সে সব গাছের জন্য হাড়ের গুড়ো অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
অতিরিক্ত ব্যবহার এর ফলে গাছকে অন্যান্য পুষ্টি গ্রহনে বাধা সৃষ্টি করে ফলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। তাই হাড়ের গুড়ার সাথে অন্য সার ব্যবহার করার চেষ্টা করুন। এটি অন্যান্য সারের সাথে ভারসাম্য বজায় রাখে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss