
সরাইল উপজেলা প্রতিনিধি
মাহমুদুল হাসান
আজ (৪মার্চ) সকালে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা।
এ সময় প্রধান অতিথি কালিকচ্ছের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তুলে ধরেন ও পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখার জন্য বলেন। উক্ত অনুষ্ঠানে অভিভাবক সদস্য জনাব ওহিদুজ্জামান লস্কর অপু বলেন বাল্যবিবাহ ও বখাটেদের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচানোর জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেন।
বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, অভিভাবক সদস্য মো. আইয়ুব খান, সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু, মো.মোশাররফ হোসেন, মো. ফয়সাল আহমেদ দুলাল সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিবাবক বৃন্দ।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।