এম. শাহাবুদ্দিন ( দুর্গাপুর) রাজশাহী
ফসলি জমিতে পুকুর খনন বন্ধে জিরো টলারেন্স ঘোষনা রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে সোহেল রানা নামের এক ব্যক্তির এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃঞ্চ চন্দ্র এ অর্থদন্ড করেন। এছাড়াও পুকুর খনন যন্ত্রের (এস্কেভেটর) ৪টি ব্যাটারী জব্দ করা হয়।
এরআগে শনিবার মধ্যে রাতে নান্দীগ্রাম ও কয়ামাজমপুর বিলে আবু বাক্কার নামের এক ব্যক্তির পুকুরে অভিযান চালিয়ে পুকুর খননকারী যন্ত্র (এস্কেভেটর) মেশিনের ২টি ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত।
তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহীর দুর্গাপুরে যেখানেই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন সেখানেই ভ্রাম্যমান আদালাতের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ফসলি জমি নষ্ট করে আর কোন পুকুর খনন করতে দেওয়া হবেনা এমন-ই শক্তপোক্ত সিদ্ধান্তে জিরো টলারেন্স ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss