কিছু কথা : চোখে কী পড়ে না আমাদের! যাহারা বার বার সোনার বাংলা গড়ার লক্ষে। সোনার মহম্মদপুর গড়ার লক্ষে এই মহম্মদপুরের চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন! কিছু চক্রের জন্য হয়ে উঠতে পারেন নাই! নাম না হয় নাই নিলাম! বুঝতে পারছেন কে হয়তো। পূরন চাউল ভাত বাড়ে? কী করে নাই আপনাদের জন্য? ভুলে গেলেন জে সব সময় আপনাদের পাশে থাকছেন : মান্নান ভাই কে?
এ্যাডঃ আঃ মান্নান_
মোঃ সজীব শেখ – মাগুরা জেলা প্রতিনিধি _
কিছু কথা : সোনার বাংলা গড়ার লক্ষ্যে! সোনার মানুষ গড়ার লক্ষ্যে। সোনার মহম্মদপুর গড়ার লক্ষ্যে এক তরুন প্রজন্মের মুখ দৌড়ে চলছে সর্বোচ্চ চেষ্টায়। তরুণ প্রজন্মের নাম এজন্য বললাম। মহম্মদপুর বাসী।
কাজী আনিসুর রহমান তৈমুর
সর্তক বার্তা : কিছু প্রচারণা দেখছি আপনাদের! আপানারা খুব বেশি বিঙ্গ জ্ঞানী ব্যক্তি! আপনারা কী চান? আপনাদের হাত এ! আপনাদের থেকে এসব মহম্মদপুর বাসী আশা করে না। আমি আশা বাদী আপনারা ঠিক জায়গা বেছে নিবেন। তাকেই ভালোবাসা দিবেন…………….
কাকে নিয়ে গুড়ছেন?
আমরা ছোট্ট _ অনেক ভুল করেছি _ সঠিক নিয়ম মেনে ইনশাআল্লাহ – আগামীর দিন গুলোতে পরিবর্তন করে নিবো ইনশাআল্লাহ
সর্তক : আপনি ভোটার! আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন? না নিজেকে বিক্রি করছেন? না আমি বিক্রি হয়ে আছি!
সমাজ বাঁচান! নিজেকে বাচাঁন! মহম্মদপুর বাসী কে বাঁচান। আমরাই গড়বো সোনার বাংলা _ বাংলাদেশ।
টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
পৃষ্ঠা : ১