শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বেইলি রোডের অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মোঃঅহিদুজ্জামান লস্কর অপু

ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একই পরিবারের ৫ জন। নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুরের সৈয়দ বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ নিয়ে যখন এলাকায় আসে চারদিকে শুধু কান্না আহজারি। এলাকায় শোকের মাতম চলছে। নিহতরা হলেন, উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নূর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭) তারা রাজধানীর মগবাজার এলাকায় থাকতেন বলে জানা গেছে।
নিহত কাউসারের স্ত্রীর বড় ভাই নেসার আহমেদ সাংবাদিকদের বলেন, দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নিদগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী ও সন্তানরা প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে রাজধানীর বেইলি রোড়ে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সরাইল উপজেলার ৫ জনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষে সমবেদনা জ্ঞাপন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। শুক্রবার দুপুর একটার দিকে শাহবাজ পুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নিয়েছেন বলা জানাযায়। মো.নেসার আহমেদ আরও জানিয়েছেন, বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে একই সারিতে ৫ জনের জন্য কবর খোঁড়া হয়েছে। উল্লেখ্য :বেইলি রোডে বহুতল ভবনে লাগা বৃহস্পতিবারের ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যেই ছিলেন সরাইল শাহবাজপুর একই পরিবারের ৫ জন। যাদের ইটালি যাওয়ার কথা ছিল। আজ তাদের বাড়িতে সারি সারি খোঁড়া হচ্ছে কবর!বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। তদের মধ্যে কেউই শঙ্কামুক্ত না হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102