মো:আমিনুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক):-
সয়াবিন তেলের দাম আগামী শুক্রবার (১ মার্চ) থেকে কমছে। নতুন দাম অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আর প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ৮০০ টাকায়।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায়। ওই সভায় বলা হয়েছিল যে, ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে।
২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোজ্যতেলের দাম কমানোর নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেলসহ আরও তিন পণ্যের আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়।
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩ টাকায় এবং লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়। নতুন দাম কার্যকর হলে প্রতি লিটারে ১০ টাকা করে কমবে।
আশা করা হচ্ছে নতুন দাম কার্যকর হলে বাজারে সয়াবিন তেলের দাম আরও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss