
আরিফ হোসেন রুদ্র
রায়পুর অফিসার্স ক্লাবের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয় , রায়পুর উপজেলা অডিটরিয়ামে পিঠার স্টল সাজানো হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্টলে দেশীয় বিভিন্ন পিঠা স্থান পেয়েছে।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, রায়পুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, আইসিটি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, আইসিটি উদ্যোক্তা ওসমান গনি, সাংবাদিক পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, সাংবাদিক আহসান হাবিব, আরিফ হোসেন রুদ্র প্রমূখ।
পিঠা উৎসবের স্টলগুলো পরিচালনা করেন, হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষনার্থীগন। ২৮/২/২০২৪ তারিখে বিকাল ৩ টা শুরু হয়ে সন্ধা ৬ টায় শেষ হয়।