নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
নীলফামারী ডিমলা ও উপজেলার একটি ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও ডোমার উপজেলার একটি ইউনিয়ন পরিষদে সদস্যের শূন্য পদে আগামী ৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য ও ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের সাধারণ সদস্য মৃত্যু বরণের কারণে পদ দুটি শূন্য হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারী। এছাড়া প্রার্থী প্রত্যাহারের তারিখ ২২ ফেব্রুয়ারী। আর ভোটগ্রহণের তারিখ ৯ মার্চ নির্ধারণ করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। এরইমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss