মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
বাখরনগর মিয়াজান বাড়ী নজুমুদ্দিন মাজার সংলগ্ন মাহফিলে তাফসীরের অমৃতধারায় ভেসে গেল উপস্থিত জনগণ। আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং,দিনের বেলায় অনুষ্ঠিত এই মাহফিলে তাফসীর পেশ করেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন চেয়ারম্যান। সভাপতিত্ব করেন কাজী আবুল খায়ের চেয়ারম্যান।
মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট আলেম-উলামা,ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ। মাহফিলের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর।
তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুরের মুখোমুখি তাফসীর।
জ্ঞানপিপাসুদের অংশগ্রহণ ও মনোযোগ।
মাহফিলের আধ্যাত্মিক পরিবেশ।
ধর্মীয় জ্ঞান বিতরণ ও ঈমানের প্রসার।
মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি।
সমাজে নৈতিকতা ও সুন্দর জীবনযাপনের প্রসার।
মিয়াজান বাড়ী নজুমুদ্দিন মাজার সংলগ্ন মাহফিল জ্ঞানপিপাসুদের জন্য ছিল এক অমূল্য সুযোগ। আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুরের
মুখোমুখি তাফসীর উপস্থিতদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছে। মাহফিলের আধ্যাত্মিক পরিবেশ সকলের মনে ঈমানের সঞ্চার করেছে। আশা করা যায় এই মাহফিলের প্রভাব দীর্ঘস্থায়ী হবে এবং সমাজে নৈতিকতা ও সুন্দর জীবনযাপনের প্রসার ঘটাবে।