দৈনিক প্রথম বার্তা নিজস্ব প্রতিবেদন মোঃ বিল্লাল হোসেন :
নাসিরনগর উপজেলা ফান্দা ক হইতে রতনপুর রোডে গাড়ি চলাচল মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কালুমিয়া বলেন,এই রাস্তাটি নির্মাণ করে মৃত সৈয়দ মোরশেদ কামাল এমপি হওয়ার পরে এই রাস্তা ১৯৮১ সালে নির্মাণ করা হয়।
তাজুল মিয়া বলেন ,এই রাস্তা তৈরি করার পরে একবার পূর্ণ নির্মাণ করা হয় তার পরে আর কোন রাস্তাটির কোন কাজ করা হয়নি।স্থানীয় লোকজন বলে এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন গাড়ি যাত্রী নিয়ে চলাফেরা করে এই রাস্তায় বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের চলাফেরা করতে খুব কষ্ট হয় তাই স্থানীয় বাসিন্দারা বলে আমাদের সরকারের কাছে আবেদন এই রাস্তাটি পূর্ণনির্মাণ করার জন্য
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss