শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরে শবে বরাতের রাতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন আটক অনেক জন

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১১ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরে শবে বরাতের রাতে নিজ বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

২৫ ফেব্রুয়ারি রোববার রাত ১১টায় ৩৭নং ওয়ার্ডের কুনিয়া মধ্যে পাড়ায় সন্ধ্যার মারামারিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হোসেন আলী (১৭)। তিনি স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর একটি মাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টায় দিকে হোসেন আলীকে তার বন্ধুরা বড় ভাই ডাকে বলে বাসা থেকে নিয়ে যায় বন্ধুরা পরবর্তীতে রাতে সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কর্মস্থলে।

গাছা থানার ডিউটি অবস্থায় ছিলো ওসি মো. শাহ আলম বলেন, ‘আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কর্মস্থলে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের (নিহতের বন্ধুবান্ধব) গ্রেফতারের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।’

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং বেশ কয়েকজনকে আটকও করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ সন্ধ্যার আগেই ভালো অগ্রগতির আশা করছি। তবে তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আটকদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102