মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃ
স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত হবে সেবার অধিকার – এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।
সভায় উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দার, মুক্তিযোদ্ধা আকামত আলী, এসআই সুবোধ কুমার প্রমুখ বক্তব্য রাখেন।