মাহাবুল ইসলাম গাজীপুর:
কুনিয়া তারগাছ যুবক খুন রাতে ১০টা ৪৫ মিনিটে বাসা থেকে ডেকে নিয়ে যান তার বন্ধুরা । সূত্রে জানা যায় ছেলে টি নাম মোঃ হোসাইন আলী (বয়স ২১) পিতা মোঃ নূরনবী মাতা মোছাঃ খোদেজা খাতুন । রাস্তার ১১টা ১০ মিনিটে কান্না শব্দ পেয়ে ছুটে যায় এলাকাবাসী কর্ম স্থানে খুন অবস্থা দেখে চিল্লায় এলকাবাসী চারদিকে ছড়িয়ে পড়ে খুনের ঘটনায় রুজনি। গাজীপুর গাছা থানায় মামলা করেন তার বাবা মোঃ নূরনবী গাছা থানায় ডিউটি অবস্থায় ওসি মোঃ শাহ আলম কর্মস্থলে উপস্থিত হয় পুলিশ কর্মকর্তারা ।সূত্রে জানা যায় হোসাইন আলী কে ছুরি আঘাতে খুন করা হয় জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম আয় বলেন অপরাধীকে অতি শীঘ্রই আইনে আওতায় আনা হবে ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss