এম. শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে সেলিম(২৮) নামে এক যুবক।
রোববার(২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে দূর্গাপুর থানার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত ওই পুলিশ সদস্যর নাম ফিরোজ।
অভিযুক্ত সেলিম দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে থানার সামনে কর্তব্যরত অবস্থায় ছিল কনস্টেবল ফিরোজ। এসময় সেলিম নামের ওই যুবক হাতে চাকু নিয়ে অতর্কিত ওই পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের বুকের নিচে আঘাত করে সে।পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, ওই যুবককে আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে কি কারনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে সেটা তদন্ত শেষে পরবর্তীতে জানানো যাবে।