মাহাবুল ইসলাম, গাজীপুর
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুর মহানগরের গাছা থানাধীন শরিফপুর রড মীর এলাকার পলাতক আসামি নাজমুল মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক আসামি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ফয়জুল ইসলাম (৩৩)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক রোহিঙ্গা ফয়জুল কক্সবাজার থেকে পেটে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে এবং এসব ইয়াবা গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ফয়জুল জানান, তারা সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ছোট ছোট পোটলা করে গিলে খেয়ে পেটে বহন করে গাজীপুরে নিয়ে আসতো।
থানা সূত্র বলছে, আসামির বিরুদ্ধে জিএমপি'র গাছা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss