
মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
মধুচন্দ্রিমা শেষে বাড়ি ফিরে বরপতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকড়পাড় এলাকায়। আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম: মো. জাহিদুল ইসলাম সবুজ,বয়স: ২৫ বছর,পিতা: হুমায়ুন কবির
ঠিকানা: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গাজীপুর এলাকা
সে কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলো।
জানা যায়,২০ দিন আগে সবুজের বিয়ে হয়। বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।
কালকড়পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা শোকাহত।
স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বলেন, “সকালে তাড়াহুড়া করে ইপিজেডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।”
মধুচন্দ্রিমা শেষে নবজীবনের স্বপ্ন দেখে ফিরে আসা সবুজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।