শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মুরাদনগরে বাইক চোরের সিন্ডিকেটের তিন সদস্য আটক, উদ্ধার ২ টি মোটরসাইকেল!

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি);
মুরাদনগর থানা পুলিশের সাহসী অভিযানে তিনজন বাইক চোরের দল গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে পরিচালিত এই অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম আশ্রাফুল (২৪), ইলিয়াছ (২০), এবং মামুন (২৯)। দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি মামলা (মামলা নং-১৭(২)২০২৪,ধারা-৩৭৯ পিসি) দায়ের করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করে। তাদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়,তারা একটি বৃহৎ মোটরসাইকেল চোরের সিন্ডিকেটের সাথে যুক্ত।

উদ্ধারকৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি Hero Splendor ও অন্যটি Yamaha R-15। মুরাদনগর থানা পুলিশ মোটরসাইকেলের প্রকৃত মালিকদের উপযুক্ত প্রমাণসহ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

এই অভিযানের মাধ্যমে মুরাদনগর এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে ও পুলিশের এই সাহসী পদক্ষেপের জন্য স্থানীয় জনগণ তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ মোটরসাইকেলের মালিকদের জন্য নির্দেশনা দিয়ে বলেন,
যদি আপনার মোটরসাইকেল চুরি হয়ে থাকে,
মুরাদনগর থানায় যোগাযোগ করুন,
আপনার মোটরসাইকেলের মডেল, রঙ, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন,
মালিকানার প্রমাণপত্র সাথে নিয়ে যান।
পুলিশের সাথে সহযোগিতা করুন, অপরাধমুক্ত সমাজ গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102