ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মোঃঅহিদুজ্জামান লস্কর অপু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়ায় ,সংঘবদ্ধ ট্রান্সমিটার চোর চক্রের ৪জন সদস্যকে সরাইল থানা পুলিশ ও জনসাধারণ আটক করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া ব্রীজের পার্শ্ব হতে ভোর সাড়ে ৪ ঘটিকার সময় পিডিবি’র গ্রাহকদের নিকট বসানো ট্রান্সমিটার চুরি করে ট্রান্সমিটারের ভিতরের কয়েল, ব্যবহৃত মূল্যবান ধাতব তামার ক্যাবল ও ট্রান্সমিটার এর মুল্যবান জিনিসপত্র খূলিতেছে দেখে জনসাধারনের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ তারেক (২৮),পিতা- মৃত মোগল মিয়া, সাং-নিজ সরাইল থানাঃ-সরাইল, ২। মোঃ শিপন মিয়া (৩৮) পিতা- আবুল উদ্দিন, সাং-ধামাউড়া, থানা -সরাইল,৩। মোঃ সাদেক মিয়া(৩৮),পিতা- মৃত চান মিয়া, সাং ঘুজিয়াখাইল, পোঃ- চাতলপাড়, থানা- নাসিরনগর, বর্তমানে- খাটিহাতা, বিশ্বরোড আকবর মিয়ার কলোনীর ভাড়াটিয়া ৪। মোঃ হারিছ মিয়া(৫০),পিতাঃ শওকত আলী, সাং-অরুয়াইল, ২নং ওয়ার্ড, থানাঃ-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের আটক করে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ার সরাইল থানা হইতে এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রান্সমিটার চুরির আলামত (১) ০৩টি পিতলের কানেক্টর বিশিষ্ট L.T, যাহার সাথে তামার তার সংযুক্ত, (২) ১১(এগারো)টি H.T তামার কয়েল, যাহার ওজন অনুমান ৫২ কেজি, (০৩) ০৪(চার)টি লোহার এ্যাংগেল, যাহার ওজন ৩৮ কেজি, (৪) পাইব ও বাশেঁর হুক, (৫) ০৮(আট) ইঞ্চি লম্বা একটি স্টিলের রেঞ্জসহ আসামীদের আটক করে পুলিশ হেফাজতে গ্রহন করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss