মো:আমিনুল ইসলাম :-
ঢাকা রাজধানীর গুরুত্বপূর্ণ যানপথ পোস্তগোলা সেতু আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সারা দিনের জন্য বন্ধ থাকবে। সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হালকা যানবাহন:
পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী: শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।
সিলেট ও চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী: মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।
পদ্মা সেতু থেকে ঢাকাগামী: শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু হয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে।
ভারী যানবাহন:
যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা: ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করতে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়িগামী: তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করতে পারবে।
গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী: পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।
দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী: চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।
দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী: বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।
বিকল্প পথগুলোতে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হতে পারে। তাই চালকদের সাবধানে যানবাহন চালানোর এবং যানজট এড়িয়ে চলার জন্য বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss