মাহাবুল ইসলাম গাজীপুর:
দর্শক গাজীপুর সরক দুর্ঘটনা পোশাক শ্রমিক একজন নিহত আহত দুইজন। গাজীপুর সিটি কর্পোরেশন ময়লার ভ্যানের গাড়ি চাপায় নিহত একজন এবং আহত দুইজন হয়েছ। নিহতের নাম মনি বলে জানা যায় এলাকাবাসীর সূত্র আয় জানা যায় দুইজন আহত তাদের কে উদ্ধার করে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন কর্মগত চিকিৎসক দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টা ৪০ মিনিটে। এই সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ ঘন্টা রাস্তা অবরোধ ভাঙচুর অগ্নিকাণ্ড করেন পোশাক শ্রমিকরা এবং রাস্তায় উতাল দেখা যায় পোশাক শ্রমিকদের। পুলিশ নিয়ন্ত্রণ আনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করের।