মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):
মোঃ আশিক চৌধুরী একজন সাহসী বাঙালি যুবক,যিনি তার স্বপ্নকে স্পর্শ করতে প্রস্তুত - আকাশে লাল-সবুজ পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন।
আগামী মে মাসে, আশিক ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন। তার পিঠে থাকবে প্যারাস্যুট, আর হাতে আমাদের গর্বের লাল-সবুজ পতাকা।
তার লক্ষ্য, বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় পতাকা উড়িয়ে নতুন রেকর্ড গড়া।
এই সাহসী পদক্ষেপের জন্য আশিক প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ এয়ারফিল্ডে।
কারণ,সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর চেয়েও উঁচুতে উঠতে বিশেষায়িত বিমান এবং অনুকূল আবহাওয়ার প্রয়োজন, যা এই এয়ারফিল্ডে পাওয়া যায়।
চাঁদপুরে জন্মগ্রহণ করলেও আশিকের বেড়ে ওঠা যশোরে। সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হন।
স্নাতক শেষে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।
২০১২ সালে আশিক প্রথমবার স্কাইডাইভিং করেন। যুক্তরাজ্যের ব্র্যাকলি শহরের হিনটন স্কাইডাইভিং সেন্টারে দুজন প্রশিক্ষিত স্কাইডাইভারের সহায়তায় তিনি এই রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন।
২০১৪ সালে আশিক একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে ভর্তি হন। এক বছরের প্রশিক্ষণ শেষে তিনি একজন পাইলট হিসেবেও যোগ্যতা অর্জন করেন।
আশিক চৌধুরীর স্কাইডাইভিংয়ের প্রতি আগ্রহ এবং সাহসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার এই অসাধারণ প্রচেষ্টা সফল হোক, আকাশের কোলে লাল-সবুজের পতাকা উড়ুক উঁচুতে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss