কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দীর্ঘদিনের দাবি পূরণ না হলে ওই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি তার প্রথম ভাষণে এ দাবি করেন।
এই দাবির প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুরাদনগরে ইপিজেড স্থাপনের পক্ষে মুরাদনগর উপজেলার ১৫ নং নবী পুর পশ্চিম ইউনিয়নের জাকির হোসেন চেয়ারম্যান বলেন এতে এলাকার অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে।
উল্লেখ্য, মুরাদনগরের বাখরাবাদ, বাঙ্গরা ও শ্রীকাইল-৩ (মকলেশপুর) - মোট ৩টি গ্যাস ফিল্ড রয়েছে,
কিন্তু এই গ্যাস স্থানীয়দের জন্য ব্যবহার করা হয় না।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর জানান, মুরাদনগর ও বাঙ্গরা এলাকায় ৪০০ একর জমির উপর ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে মুরাদনগর ও এর আশেপাশের এলাকার বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
## গুরুত্বপূর্ণ দিক:
মুরাদনগরে ৩ টি গ্যাস ফিল্ড থাকা সত্ত্বেও স্থানীয়রা গ্যাস পাচ্ছে না।
স্থানীয়দের দাবি, গ্যাস না হলে ওই এলাকায় ইপিজেড স্থাপন করা হোক।
ইপিজেড স্থাপনের ফলে এলাকার অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
৪০০ একর জমির উপর ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss