রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
প্রিয় রায়পুর উপজেলা বাসী আসসালামুআলাইকুম । জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষার পর সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচন সন্নিকটে। উক্ত নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। যিনি পরবর্তী পাঁচ বছর দুস্থ,দরিদ্র, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গৃহ হীনদের ঘর করে দেওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা, গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা। উপজেলা কেন্দ্রিক ১০টি ইউনিয়নের উন্নয়ন ভাবনায় ব্যবস্থা গ্রহণ । হয়রানি বিহীন নাগরিক সেবা প্রধান সহ জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে। আমি মারুফ বিন জাকারিয়া আপনাদের নিকট আত্মীয় হয়ে আস্থা অর্জনের মাধ্যমে উপজেলার জন্য কাজ করতে চাই ।
“চেয়ারম্যান বড় কথা নয় ” স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং মহান আল্লাহ পাকের প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে মানবিক মনোনিবেশের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রিয় রায়পুর বাসী আমি মনে প্রানে বিশ্বাস করি এবং আপনারাও একমত হবেন যে – একটি দক্ষ নেতৃত্ব সুষ্ঠু ব্যবস্থাপনায় মাটির ঘর দালানে রূপান্তরিত হয়। প্রিয় এলাকাবাসী মনের কথা কাগজে লিখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি মারুফ বিন জাকারিয়া আপনাদের নিকট দোয়া, ভালোবাসা ,আন্তরিক সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করি । মহান আল্লাহ আমাদের সহায় হোক।
তাছাড়া বিগত এবং বর্তমান ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আমি আপনাদের এবং সাধারণ জনগণের জন্য আমি কি করেছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তা আপনারা দেখেছেন।
পরিশেষে বলতে চাই, আমি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আপনারা ভালো থাকুন,সুস্থ থাকুন।