মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুর মাইক্রো-সিএনজি সংঘর্ষে ২জনের জনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুর মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। এর দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তাইরুন্নেসা মেমোরিয়াল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
২৩ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টার দিকে ঢাকা ময়মনসিং সড়কের টঙ্গী পৌরসভার তারগাছ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আরিফ সরকার (বয়স ৩৫)জেলা শেরপুর ঝিনাইগাটি এলাকার মোঃ আনারুল হোসেন ছেলে মাতা ফাতেমা বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯ দিকে ঢাকা থেকে মায়মানসিংহ একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে গাজীপুর সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২জন আহত হলে তাদেরকে তাইরুন্নেছা মেমোরিয়াল কলেজ ও হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক। এদের মধ্যে একজন বৃদ্ধসহ ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে দুর্ঘটনার পরই মাইক্রোবাসের চালক আব্দুল হান্নান পলাতক রয়েছে। ওখানে রাস্তায় ডিউটি অবস্থায় ছিল ট্রাফিক পুলিশ মোঃ নাজিরোল হোসেন টঙ্গী পূর্ব থানা একটি ডায়েরি করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss