মো:আমিনুল ইসলাম :-
দুই বাংলার চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ ঢাকায় পৌঁছেছেন।
তিনি 'সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব'-এর সংবাদ সম্মেলনে অংশ নিতে এসেছেন। আগামী ২০-২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই উৎসবের স্মরণে রাখতেই ঋতুপর্ণা ঢাকায় এসেছেন।
এই উৎসবে দুই বাংলার মোট 20টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে 10টি ফিচার ফিল্ম, 5টি তথ্যচিত্র এবং 5টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
উল্লেখ্য, 'সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব'-এর বিচারকের দায়িত্ব পালন করবেন বিখ্যাত পরিচালক মোরশেদুল ইসলাম,ভারতীয় পরিচালক বেদব্রত পাইন এবং নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর ঋতুপর্ণাকে স্বাগত জানান ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন। ঋতুপর্ণা আজ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর শুক্রবার কলকাতা ফিরে যাবেন।
'সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব' দুই বাংলার চলচ্চিত্র জগতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
এই উৎসবের মাধ্যমে দুই বাংলার শিল্পী ও চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি, অংশগ্রহণকারী চলচ্চিত্রের তালিকা,বিচারকদের পরিচয় এবং অন্যান্য বিষয় জানানো হবে।
এই উৎসবের মাধ্যমে দুই বাংলার চলচ্চিত্র জগতের ঐতিহ্য ও ঐতিহ্যবাহী ধারার প্রতি সম্মান জানানো হবে। তাছাড়া, নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাজের প্রতিও আলোকপাত করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss