
মাহাবুল ইসলাম:
আজকের পূর্বভাসে সকালেই বলা হয়েছিল ঢাকার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বিকেলে দেখা মিলল সেই বৃষ্টির। গাজীপুর মহাসড়ক ভিজল একপশলা বৃষ্টিতে। তবে হঠাৎ এই বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়তে দেখা গেছে পথযাত্রী ও রাস্তার পাশের অস্থায়ী দোকানীদের।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে রাজধানীতে শুরু হয় ফোটা ফোটা বৃষ্টি। একটু পরেই বৃষ্টি নামে জোরে শোরে। তবে স্থায়ী হয়নি বেশিক্ষণ। ১০ মিনিটের বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় গাজীপুর মহাসড়ক।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর বিভিন্ন স্থানে এ সময় বৃষ্টি হয়। এতে পথচারী ও রাস্তার পাশের অস্থায়ী দোকানীরা ভোগান্তিতে পড়েন। তারা দ্রুত দোকান গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েন। পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন জায়গায়।
পথচারী আকাশ তালুকদার বলেন, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। তবে বৃষ্টি হবে জানতাম না। তাই ছাতা নিয়েও বের হইনি। হঠাৎ এই বৃষ্টিতে অনেকটা ভিজে গেছি।
কারওয়ান বাজারের পথচারী ইমদাদুল হক মিলন সাংবাদিকদের বলেন, শুরুতে বৃষ্টি কম দেখে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় মানুষ। একটু পরেই তা থেমে গেলে সবাই স্বাভাবিক চলাফেরা শুরু করেন। এরপরেই হঠাৎ বৃষ্টি পড়লে পথচারীরা ছোটাছুটি শুরু করেন। অনেকেই ছাতা না থাকায় মুহূর্তে ভিজে যায়।
এদিকে সিলেটে আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এ সময় ১৭.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।
এদিকে আজ সকাল ৯টায় এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, গাজীপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।